শহিদুল ইসলাম হৃদয়, রাঙামাটি
রাঙামাটি জেলায় প্রথমবারের মত চলাচলরত ক্ষুদ্র যানবাহনের চালক ও জনসাধারণের আর্থিক সাশ্রয় এবং যানবাহনে জ্বালানী সরবরাহের লক্ষ্যে হাজী আব্দুল বারী মাতব্বর এল.পি.জি অটোগ্যাস এন্ড ফিলিং স্টেশন এর উদ্বোধন করা হয়েছে।
শনিবার সকালে রাঙামাটিস্থ আসামবস্তি, ভেদভেদি সড়কে হাজী আব্দুল বারী মাতব্বর এল.পি.জি অটোগ্যাস এন্ড ফিলিং স্টেশন এর ফিতা ও কেক কাটার মধ্যে দিয়ে খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার (এমপি) এই অটোগ্যাস এন্ড ফিলিং স্টেশনের উদ্বোধন করেন।
এসময় রাঙামাটি জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি চিং কিউ রোয়াজা, আঞ্চলিক পরিষদ সদস্য ও জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি হাজী মোঃ কামাল উদ্দিন, রাঙামাটি জেলা আওয়ামীলীগ সাধারণ হাজী মোঃ মুছা মাতাব্বর, জেলা কৃষকলীগ সভাপতি জাহিদ আক্তার, রাঙামাটি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শহীদুজ্জামান মহসীন রোমান সহ সংশ্লিষ্ট অনেকেই উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে এ উপলক্ষে সংক্ষিপ্তকারে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল করা হয়।
Discussion about this post