রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকের নাঙ্গলমারা এলাকায় চাঁদের গাড়ি (জীপ) নিয়িন্ত্রণ হারিয়ে ইলিয়াছ হোসেন (৪৫) নামে এক কাচাঁমাল ব্যবসায়ী ও অনন্ত ত্রিপুরা(৪০) নামে এক শ্রমিক নিহত হয়েছে। বাঘাইহাট-সাজেক সড়কের নাঙ্গলমারা(২নং কালবার্ট) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইলিয়াছ হোসেনের বাড়ি উপজেলার বঙ্গতলী ইউনিয়নের করেঙ্গাতলী এলাকায় ও অনন্ত ত্রিপুরার বাড়ি সাজেক মাচালং এলাকায় জানাযায়।
বুধবার (১৭আগষ্ট) সকালে মাচালং বাজার থেকে একটি জীপগাড়ি কলা বোঝাই করে বাঘাইহাট বাজারে আসার পথে নাঙ্গলমারা (২নং কালবার্ট) এলাকায় জীপগাড়ি ব্রেকফেল বা নিয়ন্ত্রন হারালে খাদে পরে জীপগাড়ি উল্টে গেলে ঘটনাস্থলেই ২জন নিহত হন।
সাজেক থানার ওসি নুরুল হক (নুর) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে, দুর্ঘটনার পর জীপগাড়ি চালক পালিয়ে যায়, এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।
Discussion about this post