“তামাকমুক্ত পরিবেশ, সুস্বাস্থ্যের বাংলাদেশ’ প্রতিপাদ্যে রাঙামাটিতে বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষ্যে একটি র্যালি জেলা প্রশাসক কর্যালয়ের সামনে থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এসে আলোচনা সভায় মিলিত হয়।
এসময় রাঙামাটি জেলা সিভিল সার্জন ডা: বিপাশ খীসার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. মামুন।
সভায়, সিনিয়র সহকারী কমিশনার তাহমিদা আক্তারের সঞ্চালনায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা ২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত দেশ গড়ার লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেন এবং তামাক নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনার আহ্বান জানান।
Discussion about this post