শহিদুল ইসলাম হৃদয়, রাঙামাটি –
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতুলী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়েছে সেনাবাহিনী ও পুলিশের একটি যৌথ টিম।
সেনাবাহিনী ও পুলিশের উপস্থিতি টের পেয়ে ইয়াবা পাচারকারী চক্রের সদস্যরা পালিয়ে গেলে পরিত্যক্ত অবস্থায় ১৬ টি মোটরসাইকেল, ৮০ পিচ ইয়াবা, চাঁদা আদায়ের ৪টি রশিদ বই, এবং নগদ ১,৩৩৫ টাকা জব্দ করতে সক্ষম হয় যৌথবাহিনী।
বাঘাইছড়ি থানার উপ-পরিদর্শক সাইদ আসাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, আমাদের কাছে গোয়েন্দা তথ্য ছিলো একদল ইয়াবা পাচারকারী চক্র বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গতুলী ইউনিয়নের বটতলা এলাকায় সংঘবদ্ধ হয়েছে, তাদের ধরতে সেনাবাহিনীর সহায়তায় অভিযান চালায় পুলিশ এসময় যৌথবাহিনীর অবস্থান টের পেয়ে গভীর জঙ্গলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।
এ ঘটনায় বাঘাইছড়ি থানার এসআই ইমতিয়াজ মাহমুদ বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।
Discussion about this post