শহিদুল ইসলাম হৃদয়, রাঙামাটি
রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলায় সন্ত্রাসীদের গুলিতে ৭০ বছর বয়সী এক কৃষক নিহত হয়েছে। সোমবার বিকালে ৫ নং ওয়াগ্গা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বড়ইছড়ি – ঘাগড়া সড়কের পাশে কুকিমারা এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ব্যাক্তির নাম থোয়াই অংপ্রুুগ্রী মারমা। তিনি কুকিমারা মারমা পাড়ার মৃত থোয়াইসাউ মারমার ছেলে বলে জানান ঐ ওয়ার্ডের ইউপি সদস্য অংসাপ্রু মারমা।
স্থানীয়রা জানায়, নিহত ব্যাক্তি পেশায় একজন কৃষক। এইসময় তিনি রাস্তা দিয়ে কৃষি কাজ সেরে তার বাড়িতে ফিরছিলেন।
কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রওশন আরা রব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত ব্যাক্তি কিভাবে মারা গেছে তা এখনোও জানা যায় নি তদন্ত পূর্বক এই ঘটনার বিস্তারিত জানা যাবে।
এদিকে ঘটনার সংবাদ পেয়ে কাপ্তাই থানার অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দীন এর নেতৃত্বে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে এবং লাশ বর্তমানে কাপ্তাই থানায় পুলিশের হেফাজতে রয়েছে বলে ওসি জানান। তিনি জানান এই ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
Discussion about this post