শহিদুল ইসলাম হৃদয়, রাঙামাটি –
সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন রাঙামাটি পৌরসভা নির্বাচনে ধানের শীষের মেয়র প্রার্থী এডভোকেট মামুনুর রশীদ মামুন।
বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) রাঙামাটি জেলা বিএনপির আয়োজনে বনরুপার একটি স্থানীয় রেস্তোরাঁয় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় এ্যাডভোকেট মামুন বলেন, “আমি পৌর পিতা নয়,পৌরবাসীর সেবক হয়ে সকলের পাশে থাকতে চাই। তিনি আরো বলেন, আমি স্বপ্ন দেখি একটি আধুনিক পরিচ্ছন্ন রাঙামাটি শহর। সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে এবং পৌরবাসীকে একটি পরিষ্কার পরিচ্ছন্ন শহর উপহার দেওয়ার আশা নিয়ে আমি এবারের পৌর নির্বাচনে অংশ নিয়েছি।
এসময় জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শাহ আলম, সাধারণ সম্পাদক দীপন তালুকদার(দীপু), সিনিয়র যুগ্ম সম্পাদক এডভোকেট মামুনুর রশীদ মামুন, যুগ্ম সম্পাদক বাবর আলী, যুগ্ম সম্পাদক নিজাম উদ্দিন, জেলা যুবদলের সভাপতি সাইফুল ইসলাম শাকিল, মহিলাদলের সভানেত্রী মিনারা বেগম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আলী আকবর সুমন, জেলা জাসাসের সাধারণ সম্পাদক কামাল হোসেন, যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক নাজিম উদ্দিন, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন সাকু, যুগ্ম সম্পাদক অলি আহাদ, যুবদলের যুগ্ম সম্পাদক সিরাজুল মোস্তাফা, সদর থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজরুল ইসলাম, যুবদলের প্রচার সম্পাদক কামাল উদ্দিন, পৌর মহিলা দলের সভানেত্রী মনোয়ারা বেগম ও সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।
Discussion about this post