শহিদুল ইসলাম হৃদয়, রাঙামাটি –
“গর্জে উঠো নার্স সমাজ, কারিগরি হঠাও, পেশা বাচাও”এই শ্লোগানে পার্বত্য জেলা রাঙামাটিতে মানববন্ধন করেছে রাঙামাটি জেনারেল হাসপাতালের নাসের্স সংগ্রাম পরিষদ ও রাঙামাটি পার্বত্য জেলা নার্সিং ইনস্টিটিউট।
শনিবার সকালে রাঙামাটি জেনারেল হাসপাতালের সামনে কারিগরি বোডের্র অধীনে ডিপ্লোমা ইন পেশেন্ট কেয়ার কোর্সের শিক্ষার্থীদেরকে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এর লাইসেন্সিং পরীক্ষায় অংশগ্রহনের অনুমতি দেওয়ার বিরুদ্ধ ৩ দফা দাবিতে এই মানববন্ধন পালন করেন তারা।
মানববন্ধন তিন দফা দাবি তুলে তারা বলেন, নার্সিং সেবার মান রক্ষা ও জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে কোন ক্রমেই কারিগরি বোর্ডের অধীন প্যাশেন্ট কেয়ার টেকনোলজিষ্টদের নার্স হিসাবে নিবন্ধন দেয়া যাবে না। পরিবার কল্যান পরিদর্শকা(ঋ.ড.ঠ) কে ডিপ্লোমা ইন মিডওয়াইফারী সমমান দেওয়া যাবে না। এমাসের গত ৫ তারিখে ব্যাচেলার অব নার্সিং, ডিপ্লোমা ইন সায়েন্স এন্ড মিডওয়াইফারি, ছাত্র/ছত্রীদের নির্ধারিত কম্প্রেহেনসিভ লাইসেনসিং পরীক্ষার স্থতিগাদেশ অভিলম্বে প্রত্যাহার করে পরীক্ষার ব্যবস্থা করার হবে।
এসময় নার্সিং সুপার ভাইজার মন্জুয়ারা বেগম এর সভাপতিত্বে অন্যান্যর মধ্যে সিনিয়র স্টাফ নার্স মিটু তালুকদার, নার্সিং সুপার ভাইজার,নাজমা খাতুন, সিনিয়র স্টাফ নার্স শুভ্রারানী বড়ুয়া, সিনিয়র স্টাফ নার্স চঞ্চলা চাকমা, সিনিয়র স্টাফ নার্স ত্রিসোনা চাকমা, সিনিয়র স্টাফ নার্স সাধনা চাকমা, সিনিয়র স্টাফ নার্স শ্যামলী চাকমা, সিনিয়র স্টাফ নার্স শাহেদা আক্তার সহ রাঙামাটি নার্সিং ইনস্টিটিউটের অসংখ্য ছাত্র ছাত্রী উপস্থিত ছিলেন।
Discussion about this post