শহিদুল ইসলাম হৃদয়, রাঙামাটি-
আসন্ন ১৪ ফেব্রুয়ারি রাঙামাটি পৌরসভা নির্বাচনকে সামনে রেখে সাংবাদিক সম্মেলন ও নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত মেয়র পার্থী আকবর হোসেন চৌধুরী।
শুক্রবার সকালে শহরের পুরাতন বাস স্টেশনস্থ আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন।
এসময় আকবর বলেন, উন্নয়নের ধারাবাহীকতা অব্যহত রাখতে পৌরবাসী নৌকার প্রতীকে তাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে পুনরায় নির্বাচিত করবে বলে আমি শতভাগ আশাবাদী।
সংবাদ সম্মেলনে রাঙামাটি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি চিংকিউ রোয়াজা, সহ-সভাপতি হাজী কামাল উদ্দিন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মোঃ মুছা মাতব্বর, পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ সোলাইমান, সাধারণ সম্পাদক মোঃ মুনছুর আলী সহ স্থানীয় গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
আকবর হোসেন চৌধুরীর ১৯ দফা আগামী পরিকল্পনা গুলো হল: এক হাজার আসন বিশিষ্ট রাঙামাটি পৌরসভার অডিটরিয়াম (টাউনহল) নির্মাণ, ফিসারী বাধ রক্ষা ও সৌন্দর্য্য বর্ধন করণ (যদি হস্তান্তর করা হয়), শহরের বাহিরে পরিবেশ বান্ধন ডাম্পিং গ্রাউন্ড নির্মাণ করা, পৌর এলাকায় ওয়াচ টাওয়ার নির্মাণ করা, পৌর এলাকায় ১০টি স্থানে ফ্রি ওয়াইফাই জোন স্থাপন, পৌর এলাকা গরীব ছাত্র-ছাত্রীদের জন্য উপবৃত্তির ব্যবস্থা চালুকরণ, নিম্ন আয়ের মানুষের জন্য ফ্রি চিকিৎসা ক্যাম্প করা, ইয়ুথ আইটি সেন্টার ও প্রশিক্ষণ কেন্দ্র চালুকরণ, স্বাস্থ্য সেবার উন্নয়নের জন্য এ্যাম্বুলেন্স সেবা প্রদান, বৃক্ষরোপনের মাধ্যমে শহরকে সবুজায়ন করা, প্রাকৃতিক দুযোর্গ মোকাবেলায় আম্রয় কেন্দ্র স্থাপন, শহরকে সোলার প্যানেলের আওতায় এনে সিসিটিভির মাধ্যমে সেবা দেওয়া, নাগরিক সেবা বৃদ্ধির জন্য ওয়ান স্টেপ অনলাইন কল সেন্টার স্থাপন করা, রাঙামাটি শহরকে মাধ্যক মুক্ত রাখা, শহরের বিভিন্ন স্তানে প্রয়োজননুসারে কিচেন মার্কেট নির্মাণ, শহরে এলাকা ভিত্তিক নিরাপত্তা গেইট নির্মাণ, বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট ব্যক্তিদের নামে বিভিন্ন সড়কে নামকরণ, শহরে বিভিন্ন স্থানে ডিজিটাল জায়ান্টস্কিন স্থাপন, বিগত সময়ে অসমাপ্ত পরিকল্পনা বাস্তবায়ন করাসহ নানা পরিকল্পনা তুলে ধরে বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন।
Discussion about this post