শহিদুল ইসলাম হৃদয়, রাঙামাটি-
রাঙামাটিতে আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রার্থীদের প্রচার প্রচারনা, ভোট চেয়ে চষে বেড়াচ্ছে নির্বাচণী এলাকা গুলো।
একদিকে ক্ষমতাসীন আওয়ামীলীগের দলীয় নৌকার প্রার্থী আকবর হোসেন চৌধুরী অন্যদিক বিএনপির দলীয় প্রতীক ধনের শীষের প্রার্থী এডবুকেট মামুনুর রশিদ মামুন সহ রাঙামাটি পৌর নির্বাচনে অংশ নেয়া পাঁচ মেয়র প্রার্থীই, নিজ নিজ দলীয় নেতাকর্মীদের নিয়ে চালাচ্ছে নির্বাচনী প্রচার প্রচারনা। বসে নেই ৯ ওয়ার্ডের কাউন্সিলর ও মহিলা কাউন্সিলরা স্ব স্ব ওয়ার্ডে প্রচারণা চালাতে ব্যস্ত তারাও।
নৌকা প্রতীকের মেয়র প্রার্থী আকবর বলছেন উন্নায়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে নৌকাকে পুনরায় নির্বাচিত করবেন, অন্যদিকে পৌর পিতা নয় পৌর সেবক হিসাবে কাজ করতে চাই ধনের শীষের মেয়র প্রার্থী মামুন।
রাঙামাটি পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৫ জন ও কাউন্সিলর পদে ৬০ জন প্রার্থী অংশ নিয়েছে। এর মধ্যে পুরুষ কাউন্সিলর পদে ৪১জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৯ জন লড়ছে।
নির্বাচনী এই লড়াই এর মাঝে আসন্ন পৌরসভা নির্বাচনের প্রহর গুনছে পৌরবাসী।
Discussion about this post