শহিদুল ইসলাম হৃদয়, রাঙামাটি –
রাঙামাটি পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্ধী মেয়র এবং কাউন্সিলর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন করা হয়েছে।
বুধবার (২৭ জানুয়ারি) সকালে রাঙামাটি নির্বাচন অফিসের সম্মেলন কক্ষে রাঙামাটি জেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা জাহেদুল ইসলাম প্রার্থীদের মাঝে চূড়ান্ত প্রতীক বরাদ্দ দেন।
রাঙামাটি পৌরসভা নির্বাচনে মেয়র পদে লড়ছে ৫ জন ও কাউন্সিলর পদে ৬০ জন প্রার্থী। এর মধ্যে পুরুষ কাউন্সিলর ৪১জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর ১৯ জন।
নির্বাচন অফিস জানিয়েছে, মেয়র পদে বৈধ প্রার্থী রয়েছে ৫ জন। তারা হলেন- আওয়ামী লীগের নৌকা প্রার্থী আকবর হোসেন চৌধুরী, বিএনপির ধানের শীষ প্রার্থী মামুনুর রশীদ মামুন, জাতীয় পার্টির লাঙ্গল প্রার্থী প্রজেশ চাকমা, বিপ্লবী ওয়ার্কাস পার্টির কোদাল প্রার্থী আব্দুল মান্নান রানা ও সতন্ত্র মোবাইল প্রার্থী অমর কুমার দাশ নির্বাচন করছেন।
রাঙামাটি জেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা জাহেদুল ইসলাম জানান, মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিলো ২৬ জানুয়ারী। এর মধ্যে মেয়র পদে কেউ মনোনয়ন প্রত্যাহার না করলেও কাউন্সিলর পদে ২জন মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। আজ মেয়র পদে যার যার দলীয় প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে এবং পুরুষ ও মহিলা কাউন্সিলর পদেও প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। ২৮ জানুয়ারী থেকে প্রার্থীদের নির্বাচনী প্রচারণা শুরু করবেন এবং আগামী ১৪ ফেব্রুয়ারী রাঙামাটি পৌরসভায় ইভিএমে’র মাধ্যমে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।
রাঙামাটি পৌরসভার মোট ভোটার ৬২ হাজার ৮শত ৮৪জন। এর মধ্যে পুরুষ ৩৪ হাজার ২৫২ জন এবং নারী ভোটার ২৮ হাজার ৬৩২জন।
Discussion about this post