শহিদুল ইসলাম হৃদয়, রাঙামাটি-
বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী ও বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাঙামাটি সেনা রিজিয়নের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন ২০২১ প্রথম পর্বে প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে প্রতিযোগীতার উদ্বোধন করেন রাঙামাটি সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার ইফতেকুর রহমান পিএসসি। এসময় আরো উপস্থিত ছিলেন, ডিজিএফআই রাঙামাটি কর্নেল ইমরান ইবনে রউফ, লে কর্নেল আনম ফয়সাল, রাঙামাটি সদর জোন কমান্ডার মো. রফিকুল ইসলাম।
প্রতিযোগীতায় ৩শ সেনা সদস্য অংশগ্রহণ করেন। মাসব্যাপী এ প্রতিযোগীতায় ধারাবাহিকভাবে অন্যান্য সেনানিবাসে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
Discussion about this post