বাংলাদেশ আওয়ামীলীগ রাজাপালং ইউনিয়ন শাখা ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অধিবেশন সম্পন্ন হয়েছে। সম্মেলন ও কাউন্সিল অধিবেশনে নেতাকর্মীদের প্রত্যক্ষ ভোটে আবারও সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ সালাহউদ্দিন ও প্রথমবারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সাবেক ছাত্র নেতা এডভোকেট এ.টি.এম রশীদ।
সোমবার (২৩ মে) দুপুরে সম্মেলনের প্রথম অধিবেশনের পর দ্বিতীয় অধিবেশনে ভোটগ্রহণ শেষে এ ঘোষণা দেন উখিয়া-টেকনাফ সাংগঠনিক টিম প্রধান শাহ আলম চৌধুরী প্রকাশ রাজা শাহ আলম।
উৎসবমুখর নির্বাচনে সভাপতি পদে মোহাম্মদ সালাহউদ্দিন আনারস মার্কায় ১৩৫ ভোট পেয়ে বিজয় লাভ করেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী নুরুল আলম নুরু ছাতা মার্কায় ১০৮ ভোট পান।
সাধারণ সম্পাদক পদে এ.টি.এম রশীদ আপেল মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করে ১২৯ ভোট পেয়ে বিজয় লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোক্তার আহমদ ফুটবল মার্কায় ১০১ ভোট পান। একই পদে জাহাঙ্গীর আলম তালা মার্কা ও এড. রবিন্দ্র দাস রবি মোরগ মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করেন।
Discussion about this post