সোয়েব সাঈদ:
কক্সবাজারের রামুতে স্থানীয় মসজিদের পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার গর্জনিয়া ইউনিয়নের পশ্চিম বোমাংখিল গ্রামে এ ঘটনা ঘটে। মারা যাওয়া দুই শিশু স্থানীয় শাহ আলমের ছেলে আশিকুর রহমান (৭) ও আব্দুল কাদেরের ছেলে শহিদুল্লাহ (৭)।
পরিবার সূত্রে জানা গেছে, সোমবার বেলা সাড়ে ১১টায় বাড়ির পাশের মসজিদের পুকুরে গোসল করতে নামে আশিক ও শহিদুল্লাহ। সাঁতার না জানা ওই দুই শিশু একপর্যায়ে ডুবে যায়। আধা ঘণ্টা পর তাঁরা ভেসে উঠে। তাঁদের দেখে স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য নুরুল আলম ও হাজী মোহাম্মদ হোসেন পুকুরে ডুব দিয়ে তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
হাসপাতালে নেওয়ার পর তারা মারা যান।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান, আসন্ন গর্জনিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে, আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ও জেলা ছাত্রলীগ নেতা হাফিজুল ইসলাম চৌধুরী।
হাফিজুল ইসলাম চৌধুরী বলেন, এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আমি এলাকাবাসীর পক্ষ থেকে বিনা-ময়নাতদন্তে লাশগুলো দাফনের জন্য পুলিশের কাছে আবেদন জানিয়েছি।
Discussion about this post