নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের রামু খুনিয়াপালং হিমছড়ি এলাকায় অভিযান পরিচালনা করে ৯ হাজর ৭৮০ পিস ইয়াবাসহ ৩ রোহিঙ্গা মাদক কারবারীকে আটক করেছে র্যাব-১৫ সদস্যরা।
শনিবার (৮ মে) রাত ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রামু খুনিয়াপালং হিমছড়ি এলাকা থেকে ইয়াবাসহ তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো উখিয়া থাইংখালী রোহিঙ্গা ১৯ নং ক্যাম্পের ব্লক- এ/৪ বাসিন্দা কাদির হোসেনের ছেলে আজাহার হোসেন (২৮), একই ক্যাম্পের ব্লক- এ/১৪ এর বাসিন্দা মোহাম্মদ হোসেনের ছেলে হামিদ হোসেন (৪০) ও ব্লক- এ/৪ এর বাসিন্দা বদিউর রহমানের ছেলে সৈয়দ হোসনে (৩৫)।
রবিবার রাত ৮ টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া এন্ড অপারেশন) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।
তিনি জানান, আটক রোহিঙ্গাদের হাতে থাকা শপিং ব্যাগ তল্লাশী করে ৯ হাজর ৭৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ব্যাপক জিজ্ঞাসাবাদে ধৃত আসামীরা স্বীকার করে যে, তারা দীর্ঘদিন যাবত টেকনাফের সীমান্তবর্তী এলাকা হতে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছে।
আটককৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে রামু থানায় হস্তান্তর করা হয়েছে।
Discussion about this post