নিজস্ব প্রতিবেদক •
কক্সবাজারের রামু উপজেলার ধেচুয়াপালং এলাকায় চেকপোস্ট স্থাপন করে সাড়ে ৪৩ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করেছে র্যাব। এ সময় পাচার কাজে জড়িত একটি ট্রাক জব্দ করা হয়। সোমবার রাত ৯টার দিকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন – কুমিল্লার মুরাদনগর সলিংপুর এলাকার মৃত অমল চন্দ্র দাসের ছেলে সাগর চন্দ্র দাস (২৪), ব্রাহ্মণবাড়িয়ার কসবা রানীআরা এলাকার রোক মিয়ার ছেলে সোহাগ মতি (২৮) ও ব্রাহ্মণবাড়িয়ার কসবা মাজলা এলাকার কবির হোসেনের ছেলে মোঃ ফোরকান মিয়া (২১)।
র্যাব জানায়, কতিপয় মাদক কারবারি একটি ট্রাকযোগে মাদকদ্রব্য গাঁজা বহন করে টেকনাফ থেকে কক্সবাজারের দিকে আসছে এমন গোপন সংবাদ পেয়ে র্যাবের একটি দল রামু ধেচুয়াপালং এলাকায় অটো গ্যাস স্টেশনের সামনে চেকপোস্ট স্থাপন করে তল্লাশি শুরু করে। একপর্যায়ে একটি ট্রাক চেকপোস্টের সামনে আসলে র্যাব সদস্যরা ট্রাকটি থামানোর সংকেত দিলে ট্রাকে থাকা তিনজন ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টা করলে তাদের সবাইকে আটক করা হয়।
পরে তল্লাশি করে ট্রাকে রক্ষিত ড্রামের ভিতরে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় সাড়ে ৪৩ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং ট্রাকটি জব্দ করা হয়।
কক্সবাজার র্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, আটক আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের রামু থানায় হস্তান্তর করা হয়েছে।
Discussion about this post