পেশাদার সাংবাদিক সংগঠন রিপোর্টার্স ইউনিটি উখিয়া’র কার্যকরি কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ আগস্ট) বিকাল সাড়ে ৩ টায় রিপোর্টার্স ইউনিটি উখিয়া’র অস্থায়ী কার্যালয়ে সংগঠনের সভাপতি শরীফ আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিক মাহমুদের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় উপস্থিত ছিলেন, সংগঠনের সহ-সভাপতি সবুজ বড়ুয়া, যুগ্ম সম্পাদক কনক বড়ুয়া শ্রাবণ, দপ্তর সম্পাদক আলাউদ্দিন সিকদার, প্রযুক্তি ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আশিকুর রহমান, সদস্য মুসলিম উদ্দিন, মোহাম্মদ ইয়াকিন, মোহাম্মদ শহীদ, এম. হারুনর রশিদ মুহিন, এম. এ রাহাত, হামিম ফরহাদ সায়েম সহ সদস্যরা।
সভায় পেশাদারিত্বের সাথে নিয়মিত সংবাদ পরিবেশন করার বিষয়ে আলোচনা করা হয়। এ ছাড়াও উখিয়া উপজেলার বিভিন্ন গুরুত্বপুর্ণ জায়গায় সংবাদ সংগ্রহের বিষয়ে গুরোত্বপুর্ণ আলোচনা হয়।
Discussion about this post