পেনাল্টি তিনি মিস করেন খুব কম। ক্যারিয়ারে তাই পেনাল্টি থেকে গোলের সংখ্যা বেশ। আর তাই তাকে অনেকে ডাকেন পেনালদো বলে। ভক্তরা অবশ্য তাতে ক্ষেপে যান। কারণ তাদের কাছে তিনি পেনালদো নন, রোনালদোই।
ইদানিং পেনাল্টি থেকে বেশ কিছু গোল করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। শেষ দুটি ম্যাচে চারটি গোল পেয়েছেন রোনালদো, তার সবকটিই পেনাল্টি থেকে। কিন্তু সেই রোনালদো বুধবার রাতে করলেন পেনাল্টি মিস। গোলও মিস করলেন বাজে কয়েকটি শটে। ফলে তার দল জুভেন্টাসও ভুগল পুরো মাত্রায়। কাঙ্ক্ষিত জয় এলো না। ইতালিয়ান সিরিআতে ঘরের মাঠে আটলান্টার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে পিরলো শিবির।
পাঁচ মাস আগে সবশেষ দেখায় এই আটলান্টার বিরুদ্ধে হারতে বসা ম্যাচে দলকে বাঁচিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। গত জুলাইয়ে দলটির বিপক্ষে ঘরের মাঠে দুবার পিছিয়ে পড়ে শেষ সময়ের গোলে ২-২ ড্র করেছিল জুভেন্টাস। তাদের দুটি গোলই পেনাল্টি থেকে করেছিলেন রোনালদো। পেনাল্টি থেকে এবার সুযোগ পেয়েছিলেন পার্থক্য গড়ে দেওয়ার; কিন্তু জালের দেখা পাননি সিআরসেভেন।
Discussion about this post