ইনজুরি সময়ের খেলা চলছে। ম্যাচের স্কোরলাইন ১-১। দক্ষিণ কোরিয়া প্রাণপন চেষ্টা করছে গোলের। সেই কাঙ্ক্ষিত গোল পেয়েও গেল। এডুকেশন সিটি স্টেডিয়ামে জেগে উঠল কোরিয়ান উৎসবে।
ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালকে হারিয়ে এশিয়ার কোরিয়া দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নিয়েছে। আজকের হারে পর্তুগালের অবশ্য সমস্যা হয়নি। তিন ম্যাচে ২ জয়ে ৬ পয়েন্ট নিয়ে এইচ গ্রুপের সেরা হয়েছে রোনালদোর দলই।
দুর্ভাগ্য দুই বারের বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ের। কোরিয়ার সমান ৪ পয়েন্ট ও গোল ব্যবধান উরুগুয়ের। দুই দলের হেড টু হেডেও ড্র। উরুগুয়ে গোল করেছে দুটি আর কোরিয়া চারটি। বেশি গোল দেয়ার কারণে কোরিয়া পরের রাউন্ডে।
ম্যাচের শুরু থেকেই পর্তুগালের দাপট। ৫ মিনিটে হোর্তার গোলে পর্তুগাল এগিয়ে যায়। লিড নিয়ে আরও গোলের জন্য ঝাঁপিয়ে পড়ে পর্তুগাল। কোরিয়া ২৭ মিনিটে ম্যাচে সমতা আনে।
পর্তুগাল এই ম্যাচে সুবিধাজনক অবস্থান থেকে নেমেছিল। অন্য দিকে উরুগুয়ে প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে ছিল। ফলে পর্তুগালের বিদায়ের সম্ভাবনা ছিল না সেই অর্থে। তাই কোচ রোনালদোকে ৬৭ মিনিটে উঠিয়ে নেন। রোনালদো উঠে যাওয়ার পর কোরিয়া ম্যাচে আরো গতি বাড়ায়। ইনজুরি সময়ে সফল হয়।
Discussion about this post