কক্সবাজারের উখিয়ার পালংখালী তাজনিমার খোলা ১৩ ও ১৯ নাম্বার রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অতর্কিত সন্ত্রাসী হামলায় চুরিকাঘাত করে দুই রোহিঙ্গা মাঝিকে হত্যা করা হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
শনিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় উখিয়া উপজেলার, থাইংখালী তাজনিমার খোলা ১৩ ও ১৯ নাম্বার রোহিঙ্গা ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলো মো. ইউনুস মাঝি (৩৮)। তিনি ১৩ নাম্বার রোহিঙ্গা ক্যাম্পের মৌলভী সৈয়দ কাসিমের ছেলে। নিহত ইউনুস ওই ক্যাম্পের এফ/২ ব্লকের সাব মাঝি ছিলেন। অপরজন হলো একই ক্যাম্পের এফ ব্লকের হেড মাঝি আনোয়ার (৩৮)। তিনি ওই ক্যাম্পের মৃত নুর মোহাম্মদের ছেলে। তাকে গুরুতর জখম অবস্থায় এমএসএফ পরিচালিত কুতুপালং হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে কর্তব্যরত চিকিৎসকরা নিশ্চিত করেছেন।
৮ এপিবিএন-এর সহকারী পুলিশ সুপার (অপস্ অ্যান্ড মিডিয়া) মো. ফারুক আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ১৫-২০ জনের একটি দুর্বৃত্তের দল এ হামলা চালিয়েছে। হেড মাঝি আনোয়ারকে ক্যাম্প-১৩-এর এফ/৫ ব্লকে হামলা চালানো হয়। মৌলভী মো. ইউনুসকে ক্যাম্প-১৯-এর ব্লক-এ/১৮-এর একটি দোকানের সামনে হত্যা করা হয়। ঘটনাস্থলেই নিহত হন তিনি। অপর হেড মাঝি আনোয়ার হাসপাতালে মারা যান।
তিনি আরও জানান, এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। তবে ঘটনাস্থলে পর্যাপ্ত সংখ্যক ফোর্স মোতায়েন করা হয়েছে। দুষ্কৃতকারীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। ঘটনাস্থলের পরিস্থিতি স্বাভাবিক।
Discussion about this post