নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজারের উখিয়ার ২নং রোহিঙ্গা ক্যাম্প থেকে অবৈধভাবে মজুদ রাখা বিক্রয় নিষিদ্ধ বিপুল পরিমাণ ত্রাণসামগ্রী উদ্ধার করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটেলিয়ন (এপিবিএন)।
রোববার (৮ আগস্ট) দুপুরে রোহিঙ্গা ক্যাম্পের বালুর মাঠ ক্যাম্পে দায়িত্বরত ১৪এপিবিএন সদস্যরা রোহিঙ্গাদের দুটি বসতঘরে অভিযান চালিয়ে ৫হাজার ৮শ কেজি চাউল, ২শ ৬০ কেজি চিনি, ৪শ ১৯লিটার তেল উদ্ধার করে।
এপিবিএন সুত্রে জানা গেছে, ২নং রোহিঙ্গা ক্যাম্প (ওয়েষ্ট) এর ব্লক-ই/২ এর বাসিন্দা আশরাফ আলীর পুত্র সৈয়দ আমিন ওরফে ডালু মাঝি, একই শিবিরের ব্লক-বি/৫এর বাসিন্দা সৈয়দ সালামের পুত্র রোহিঙ্গা রুবেল (২৫) এবং রশিদ আহমদের পুত্র জামাল (২৮) এর বসতঘরে এসব ত্রাণ সামগ্রী মজুদ করে।
১৪ এপিবিএন এর অধিনায়ক পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হক জানান, অভিযানের সময় অভিযুক্তদের ঘটনাস্থলে পাওয়া না গেলেও তাদের ধরতে গ্রেপ্তার অভিযান চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
Discussion about this post