নিজস্ব প্রতিবেদক •
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প এলাকা থেকে পরিত্যাক্ত অবস্থায় একটি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে ১৪ আর্মড পুলিয় ব্যাটালিয়ন (এপিবিএন)।
বুধবার (১ সেপ্টেম্বর) ভোররাতের দিকে কুতুপালং লম্বাশিয়া আমবাগান চেকপোস্ট সংলগ্ন কবরস্থানের পাশে কাঁটাতারের বাইরে রাস্তার উপর থেকে পরিত্যাক্ত অবস্থায় অস্ত্রটি উদ্ধার করে। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।
বিষয়টি নিশ্চিত করে ১৪ এপিবিএন এর অধিনায়ক মোঃ নাইমুল হক জানান, উদ্ধারকৃত অস্ত্রটি আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানার হেফাজতে দেয়া হয়েছে।
Discussion about this post