বিশেষ প্রতিবেদক:
কক্সবাজারের টেকনাফ ও উখিয়ায় অভিযান চালিয়ে ১ লাখ ইয়াবা উদ্ধার করেছে র্যাব-১৫ সদস্যরা। এসময় ৬ নারী-পুরুষকে আটক করা হয়েছে, জব্দ করা হয়েছে দেশী ও বিদেশী মুদ্রাসহ একটি মোটর বাইক।
বুধবার (১৭ মার্চ) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার সদর ইউনিয়নের মৌলভীপাড়া এলাকার মৃত আহমদ হোসনের বাড়ি হতে এসব মাদকসহ তাদের আটক করা হয়। র্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী আজ এক বার্তায় ‘বার্তা বাজারকে এই তথ্য নিশ্চিত করেছেন।
ধৃতরা হলেন- সদর ইউনিয়নের মৌলভী পাড়ার শহিদুল্লাহর স্ত্রী হামিদা খাতুন (৩০), উত্তর নাজির পাড়ার সাহাব মিয়ার পুত্র নবী হোসেন (৪০), কুতুপালং ২নং রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-এ/২ এর বাসিন্দা আব্দুস সালামের পুত্র মোঃ আলম (৩৭), মৌলভী পাড়ার মৃত আহমদ হোছনের পুত্র ছানা উল্লাহ (২০), আব্দুল্লাহ (২৫), সাবরাং সিকদার পাড়ার মৃত জহির আহমদের পুত্র কামাল হোসেন (৩০)।
মিডিয়া কর্মকর্তা জানান, গোপন তথ্যের ভিত্তিতে সাবরাং মৌলভী পাড়া মৃত আহমদ হোসনের বাড়িতে অভিযান চালায় র্যাব সদস্যরা। এসময় বাড়ি থেকে একটি শপিং ব্যাগ ভর্তি ৯০হাজার পিস ইয়াবা, মাদক বিক্রয়ের ৪লাখ টাকা, ১ হাজার ৪৩১ আমেরিকান ডলার, সৌদি ৫৬ রিয়ালসহ ১ টি মোটর সাইকেল জব্দ করা হয়।
এসময় একই এলাকার মৃত আহমদ হোসনের পুত্র শহিদুল্লাহ (৩০), সাবরাং লেজির পাড়ার মোজাফরের পুত্র হেলাল (৩০) এবং একই ইউনিয়নের পানছড়ি পাড়ার মৃত আব্দুর রহমানের পুত্র মোঃ আলম (৩০) পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।
গত ১৮মার্চ সকালে উখিয়া কুতুপালং এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব-১৫।
এই ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে ৩ জনকে পলাতক আসামী করে পর জব্দকৃত মাদক, মুদ্রা ও মোটর সাইকেলসহ টেকনাফ মডেল থানায় ও কুতুপালং থেকে আটক রোহিঙ্গা মাদক কারবারিকে উখিয়া থানা সোপর্দ করা হয়েছে।
Discussion about this post