উখিয়া সংবাদদাতা –
বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৫৮তম জন্মদিনে দিনব্যাপী কর্মসূচির উদ্যোগ নিয়েছে উখিয়া উপজেলা প্রশাসন।
সোমবার (১৮ অক্টোবর) সকালে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উখিয়া উপজেলা প্রশাসন। এ সময় শহীদ শেখ রাসেলের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
পুষ্পমাল্য অর্পণে উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মুহাম্মদ জাহাঙ্গীর আলম ও উপজেলা নির্বাহী অফিসার নিজাম উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।
পুস্পমাল্য অর্পণে উখিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাজ উদ্দিন, উখিয়া থানার অফিসার ইনচার্জ আহাম্মদ সনজুর মোর্শেদ,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আল মামুন, কৃষি কর্মকর্তা প্রসেনজিৎ তালুকদার, জনস্বাস্থ্য প্রকৌশলী আল আমিন বিশ্বাস,প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গুলশান আক্তার সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শহীদ শেখ রাসেলের জন্মদিন উপলক্ষ্যে দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে উপজেলা প্রশাসন।
Discussion about this post