ইমরান আল মাহমুদ :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি’র সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী জননেতা জনাব সালাহউদ্দিন আহমদের পক্ষে ছাত্রনেতা ফাহিমুর রহমানের নেতৃত্বে কুয়াশা আর তীব্র শীতে কক্সবাজার শহরে অসহায়-দরিদ্র শীতার্ত মানুষের মাঝে উষ্ণ উপহার হিসেবে কম্বল বিতরণ করেছে কক্সবাজার জেলা ছাত্রদল।
বৃহস্পতিবার দিবাগত রাতে কলাতলী মোড়, সুগন্ধা পয়েন্ট, ঝাউতলা সহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্পটে এসব কম্বল বিতরণ করা হয়। এসময় জেলা ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শীতার্তদের কম্বল বিতরণের বিষয়ে ছাত্রনেতা ফাহিমুর রহমান বলেন, ‘অসহায়-দরিদ্র মানুষরা এই শীতে কষ্ট পাচ্ছে। তাদের শীত নিবারণের জন্য আমরা কম্বল বিতরণ করছি এবং এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।
Discussion about this post