✍️ কালাম আজাদ –
তুষারে হিমে রৌদ্রালোকে দিনটা অপরূপ!
এখনও কেন ঘুমাও সখী… এখনও কেন চুপ…
সময় হল, ওঠো এবার, জাগো মিস্টি মেয়ে
মেলো না চোখ-রুদ্র আঁখি সুখ আবেশে অতি
লজ্জা পাক উত্তরের দীপ্র মেরুজ্যোতি
দাঁড়াও এসে সমেরুকার তারার চোখে চেয়ে
মনে কী পড়ে কাল রাতের তুষার ঝড় খ্যাপা
ঘোলাটে ঘোর আকাশ চিল কুঙ্ঝটিতে লেপা
ফিকে একটা অচিন ছোপ- হলুদ রঙা সে কি
চাঁদই ছিল, সুগম্ভীর মেঘে যে উঁকি দিলে?
তুমি যে বড় মলিন মুখে তখন বসে ছিলে-
আর এখন? জানলা দিয়ে বাইরে দেখো দেখি
আকাশ দ্যাখো স্বচ্ছ নীল, আদিগন্ত মাটি
উপরে তার রৌদ্রঝলা তুষার পরিপাটি
বিছনো- যেন চমৎকার গালিচা মনোলোভা,
রিক্তপাতা বনভূমির মুখটি শুধু কালো,
হিমমুকুট ফারগুলিতে খেলে সবুজ আলো
বরফঢাকা শীতলক্ষ্মাটা দূরে ঝিলিক দেয়া শোভা।
Discussion about this post