প্রেস বিজ্ঞপ্তি:
কক্সবাজার থেকে প্রকাশিত দৈনিক দৈনন্দিন পত্রিকার সাবেক ও জাতীয় দৈনিক দেশ পত্রিকার টেকনাফ প্রতিনিধি সাংবাদিক পিকলু দত্ত জটিল রোগে আক্রান্ত হওয়ার পর মানবিক সাহায্যে জন্য সামাজিক মাধ্যমে আবেদন করতে দেখে সহকর্মীর পাশে দাঁড়িয়েছে তার।
জেলার অন্যতম তরুণ সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ইউনিটি কক্সবাজার ও জেলার বহুল প্রচারিত দৈনিক আজকের কক্সবাজার বার্তা পরিবার তার পাশে দাড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।
‘সাংবাদিক’ পিকলু দত্তের উন্নত চিকিৎসার জন্য গঠিত ফান্ডের সমন্বয়ক এডভোকেট কামরুল হাসানের হাতে ১০ আগস্ট নগদ অর্থ তুলে দেন রিপোর্টার্স ইউনিটি কক্সবাজারের সভাপতি এইচএম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক ওসমান গণী।
উল্লেখ্য সাংবাদিক পিকলু দত্তকে বাঁচাতে এই মুহূর্তে কয়েক লাখ টাকা প্রয়োজন। তাই তার স্বজনরা সাহায্যের আবেদন জানিয়েছেন সমাজের বিত্ত ও হৃদয়বান মানুষের প্রতি।সবার সহায়তা পেলে হয়তো তার উন্নত চিকিৎসা চালানো যাবে।
তাই সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ইউনিটি কক্সবাজার এর নেতৃবৃন্দরা সমাজের প্রত্যেক শ্রেণি-পেশার মানুষকে নিজ নিজ অবস্থান থেকে মানবিক সহায়তা দিয়ে তরুণ এই সাংবাদিকের পাশে দাঁড়ানো জন্য আহব্বান জানান।
Discussion about this post