বিডি দর্পণ ডেস্ক:
চট্টগ্রামের সাতকানিয়া থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৪ হাজার পিস ইয়াবা ও পরিবহণসহ এক পাচারকারীকে আটক করেছে৷
বৃহস্পতিবার সাতকানিয়া থানার এসআই হাবিবুর রহমান সঙ্গীয় ফোর্সসহ সাতকানিয়া রাস্তার মাথা এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অভিযান চালিয়ে এসব ইয়াবাসহ পরিবহণটি জব্ধ করেছে।
পুলিশ সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ট্রাক ড্রাইভার সীটের নিচে বিশেষ কৌশলে লুকানো ১৪হাজার পিস ইয়াবা ও পরিবহনে ব্যবহৃত ১টি ট্রাকসহ কক্সবাজারের রামু থানার খুনিয়াপালং এলাকার মৃত আবদুল কাদেরের ছেলে আবুল কাশেম (৪৫) আটক করে।
এ সংক্রান্তে সাতকানিয়া থানায় নিয়মিত মামলা রুজুপূর্বক গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে থানা সুত্রে জানা গেছে।
Discussion about this post