ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা সীমান্তে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে চোরাকারবারিদের গোলাগুলি ঘটনা ঘটেছে। এতে এক ভারতীয় নাগরিক নিহত হয়েছেন বলে জানা গেছে।
সোমবার দিবাগত রাতে উপজেলার সূর্যপুর ডুমলিকুড়া এলাকায় এ ঘটনা ঘটে। মঙ্গলবার সকালে হালুয়াঘাট থানার ওসি মাহমুদুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দিবাগত রাতে চোরাকারবারি দলকে ধাওয়া করলে তারা বিজিবি সদস্যদের ওপর হামলা চালায়। এতে উভয়পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ হয়ে একজন ভারতীয় চোরাকারবারি নিহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ কাজ করছে বলে জানান ওসি।
বিজিবি ময়মনসিংহ সেক্টরের ৩৯ ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদ মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।
Discussion about this post