নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজারের উখিয়ার সীমান্ত পয়েন্ট রেজুআমতলী এলাকা থেকে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবাসহ ৪ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (২৮ ডিসেম্বর) ভোর রাত সাড়ে ৩টার দিকে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।
জানা যায়, আটককৃত ৪জনই উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবিরের বাসিন্দা। তারা হলেন – কুতুপালং রোহিঙ্গা শিবিরের ১নং ক্যাম্পের এফ/৩ ব্লকের মৃত নুরুল বশরের ছেলে মোঃ সৈয়দ (৩৭), একই ক্যাম্পের এফ/১২ ব্লকের মৃত জাহিদ হোসেনের ছেলে এনায়েতুর রহমান (২১), ৭নং ক্যাম্পের সি/১১ ব্লকের মৃত শামসুরের ছেলে নুর আলম (৩০) ও ১নং ক্যাম্পের সি/১৩ ব্লকের মৃত সুলতান আহমদের ছেলে মোঃ জুবায়ের (২০)।
বিজিবির কক্সবাজারস্থ ৩৪ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক ও অতিরিক্ত পরিচালক মো. আবদুল আজিজ ভূঁইয়া জানান, কতিপয় ইয়াবা ব্যবসায়ী বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করতে পারে- এমন গোপন সংবাদ পেয়ে বিজিবির রেজুআমতলী সীমান্ত চৌকির (বিওপি) একটি দল সীমান্তের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের বাগানপাড়া ফিশারীঘাট এলাকায় ফাঁদ পাতেন। পরে ভোর রাত সাড়ে ৩টার দিকে ৪ ব্যক্তিকে সীমান্ত এলাকা থেকে পায়ে হেঁটে বাংলাদেশের আসতে দেখে সন্দেহভাজন হিসেবে তাদের আটক করা হয়।
তিনি জানান, আটকের পর ওই ৪ রোহিঙ্গার শরীরে অতিকৌশলে বাঁধা অবস্থায় লুঙ্গি দিয়ে মোড়ানো ব্যাগ তল্লাশি করে ১ লাখ ২০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়। যার বাজার মূল্য ৩ কোটি ৬০ লাখ টাকা বলে মনে করা হচ্ছে। ধৃত আসামীদের থানায় সোপর্দ করা হয়েছে।
Discussion about this post