বার্তা সম্পাদক:
বাংলাদেশ ছাত্রলীগ উখিয়া উপজেলার পালংখালী শাখার আওতাধীন ৫ নং ওয়ার্ডের নবনির্বাচিত সভাপতি আজিজুর রহমানকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে পালংখালী ইউনিয়ন ছাত্রলীগ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (১২ জানুয়ারি) সাড়ে ১২ টার দিকে পালংখালী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও সম্পাদকের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার সাড়ে ৪ টার দিকে পরপর আরও দুটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পালংখালী ইউনিয়ন ছাত্রলীগ শাখা।
একটিতে পালংখালী ইউনিয়ন ছাত্রলীগ শাখার আওতাধীন ৫ নং ওয়ার্ডের পুরো কমিটিকে বিলুপ্ত ঘোষণা এবং অন্যটিতে জাতির জনক বঙ্গবন্ধুকে নিয়ে মন্তব্য করার কারণ দেখিয়ে আগামী ৭ দিনের মধ্যে সভাপতি ও সম্পাদক বরাবর জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সদ্য বহিষ্কৃত ছাত্রলীগ নেতা আজিজুর রহমানকে।
বিষয়টি পালংখালী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ জুনায়েদ মুঠোফোনে নিশ্চিত করেন।
Discussion about this post