প্রেস বিজ্ঞপ্তি:
গতকাল ২৯/১২/২০২০ইং, মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় সৈকত বালিকা উচ্চ বিদ্যালয় কক্সবাজার এ ২০২১ শিক্ষাবর্ষে ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সরকারি বিধি মোতাবেক লটারীর মাধ্যমে বাছাই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
উক্ত বাছাই প্রক্রিয়ায় উপস্থিত ছিলেন, মোঃ সেলিম উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, কক্সবাজার সদর, বিদ্যালয় পরিচালনা পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ এবং বিদ্যালয়ের সম্মানীত প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ। পুরো প্রক্রিয়াটি বিদ্যালয়ের ফেইসবুক পেইজে সরাসরি সম্প্রচারিত হয়। নিম্নে বাছাইকৃত শিক্ষার্থীদের লটারী নম্বর প্রকাশ করা হলো।
১৯১,১৮৪,১১৪,৫০,২০১,২৭,১৯৯,১৭৩,৭৫,৮৭,৭৯,১৫৮,১৬৬,১৪২,৯৭,১৫৫,২৩৫,১৩৯,৩৭,৪৩,১৫৯,১৫৩,১৮,১০১,১০৯,১২,২১৯,১২৭,৬৯,২১৭,৪০,৪৯,১৬৮,১০৮,৩৫,২০৩,১৭৯,১৯,২১২,৫৬,৮৪,১৭৫,১৮৯,১২৪,৪৫,৫৭,১৬০,১৮৮,৮০,৩৯,১০২,৮২,১৮০,৩৩,৫১,১৮১,২৮,৯৫,২৫,০৮,৯০,১৪৮,২১,১২০,১০৩,১১১,৩৪,৫৫,১১৫,০৪,১৪৫,১৪০,০৯,১০৬,৯৮,৭৮,১২২,১৩৪,১২৩,১৭,৯৬,১০৪,২৩,৪৪,৮৯,১২১,২২,১৫৪,৫,৩,৮৫,০১,১১,৭২,১৪১,৯২,১০৫,১১২,৩৮,১৪৭,১৩৩,৬১,৩১,১২৬,৬৮,৭৪,১৩৫,২৬,১৩৭,৭০,৪২,৭৭,৪১,১০,১৩৮,১২৯,৯৪,৪৮,৫৯,১১৯,১২৮,৫৪,৯৯,৮৮,৫২,৬৪,৩০,১১৬,৮৬,৬৬,৯৩,১০৭,১৪,১৩,৯১,৩২,৫৮,৬২,৭৬,১৬,৪৬,০৬,৮৩,১৫,৭৩,৬৭,৫৩,০৭,৩৬,২৪,১০০,৪৭,৬০,০২,২৯,৭১,৮১,৬৫,১৭০,২২৭,২৪৮,২৫১,৬৩,১৪৬,১৫০,১১০,১৫১,২২৮,১১৮,১৭৮,১৬২,১৩৬,১৯৩,১১৩,১৮৭,১৮৫,২৪৬,২৪১,২৪০,১৬৩।
অপেক্ষামান তালিকা:
২১৩,২০৫,২০৯,১৯৬,১৯৭,২০৮,২২৩,১৯৪,২৩৯,১৬৫,১৬৭, ২০০, ২৫২, ২২০, ১১৭, ২২২, ২৩০, ২২৪, ২৩৮,২৪৫,২১৪,১৮৩,২১৬,১৬৯,২৩৭,২২৫,১৬১,১৪৩,২৩৩,২৪৩।
উল্লেখ্য যে, নির্বাচিত শিক্ষার্থীদের আগামী ০৪ জানুয়ারী ২০২১খ্রিঃ থেকে ১২ জানুয়ারী ২০২১ইং তারিখের মধ্যে বিদ্যালয়ে এসে অফিস চলাকালীন সময়ে স্বাস্থ্যবিধি মেনে ভর্তি কার্যক্রম সম্পন্ন করার জন্য নির্দেশ দেওয়া হলো। প্রধান শিক্ষক, সৈকত বালিকা উচ্চ বিদ্যালয়, কক্সবাজার।
প্রধান শিক্ষক
সৈকত বালিকা উচ্চ বিদ্যালয়
কক্সবাজার।
Discussion about this post