ইমরান আল মাহমুদ, উখিয়া –
উখিয়া উপজেলার জালিয়াপালং সোনাইছড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে জালিয়াপালং স্পোর্টস একাডেমিকে ২-০গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে পালং স্পোর্টিং ক্লাব কোর্টবাজার।
শনিবার (২৩ জানুয়ারি) বিকেলে সোনাইছড়ি খেলার মাঠে জমজমাট কোয়ার্টার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। উত্তেজনাপূর্ণ খেলায় পালং স্পোর্টিং ক্লাবের ১০নং জার্সিধারী খেলোয়াড় ইব্রাহীম ও ১১নং জার্সিধারী খেলোয়াড় আরিফের গোলে জয়লাভ করে পালং স্পোর্টিং ক্লাব কোটবাজার।
খেলায় প্রধান অতিথি ছিলেন জালিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উখিয়া উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি, আওয়ামী লীগ নেতা নুরুল হুদা,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ছৈয়দ মোহাম্মদ নোমান,উপজেলা ছাত্রদলের আহবায়ক আরাফাত হোসেন চৌধুরী, রত্নাপালং ইউনিয়নের ইউপি সদস্য সেলিম কাইসার,খেলা পরিচালনা কমিটির সভাপতি এ্যাডভোকেট সাকু আলম,উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক মোর্শেদুল হক ভুট্টোসহ নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
খেলায় প্রধান রেফারি ছিলেন কক্সবাজার জেলা রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবুল কাশেম কুতুবী।
Discussion about this post