বিশেষ প্রতিবেদক:
কক্সবাজারের মহেশখালী সোনাদিয়ায় নৌকা ভ্রমণে গিয়ে সাগরে নৌকা ডুবির ঘটনায় এখনো একজন নিখোঁজ হয়েছে। নিখোঁজ কিশোর চকরিয়া উপজেলার খুটাখালী বাককুমপাড়া এলাকার মো. জাফরের পুত্র সাকিব। এঘটনায় ১৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
গত সোমবার রাত সাড়ে ৮ টার দিকে বঙ্গোপসাগরের সোনাদিয়া ত্রিমুখী মোহনা থেকে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। ওই কাঠের নৌকাটিতে ১৫ জন লোক ছিল। তারা সবাই সোনাদিয়াতে নৌকা ভ্রমণে গিয়েছিল।
স্থানীয় ওয়ার্ড মেম্বার অলি আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তারা সবাই একই গ্রামের বাসিন্দা।
জানা গেছে, গত ৪ অক্টোবর সোমবার সকালে খুটকখালী ইউনিয়নের বাককুম পাড়ার ১৫ কিশোর ও যুবক ভ্রমণের উদ্দশ্যে খুটাখালী লালগোলা থেকে ছোট কাঠের নৌকা নিয়ে সোনাদিয়ায় যায়। নৌকা ভ্রমণ শেষে ঘড়িভাঙ্গা হয়ে সোনাদিয়ার পশ্চিম পাশ দিয়ে বাড়ি ফেরার পথে রাত সাড়ে ৮ টার দিকে নৌকাটি প্রবল ঢেউয়ের কবলে পড়ে বালির চরে আটকে যায়।
একপর্যায়ে নৌকা থেকে ছিটকে পড়ে সবাই সাগরের পানিতে হাবুডুবু খায়। তাদের মধ্যে একজন দ্রুত জাতীয় সেবা ৯৯৯ এ ফোন দিয়ে বিষয়টি পুলিশকে অবহিত করেন।
খবর পেয়ে মহেশখালী থানা পুলিশ তাৎক্ষনিক নৌবাহিনীর সহায়তায় ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালায়। রাত সাড়ে ১১ টার দিকে স্থানীয় জেলেদের সহায়তায় নৌবাহিনী সদস্যরা ১৪ জনকে জীবিত উদ্ধার করতে পারলেও সাকিব হাসান নামে এক কিশোর এখনও নিখোঁজ রয়েছে।
উদ্ধারকৃত মো. তৌহিদ ও আবদুল্লাহ নামের দুই কিশোর জানিয়েছেন, রাত সাড়ে ৮ টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত পানিতে সাতরিয়ে সবাই আশপাশের ফিশিং ট্রলার ও নৌকা গুলোর সহায়তা চাইলে তারা এগিয়ে এসে আমাদের ১৪ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করে। পরে নৌবাহিনীর সদস্যরা এসে ঘড়িভাঙ্গায় নিয়ে এসে থানা পুলিশকে হস্তান্তর করেন। তবে সাকিব এখনো নিখোঁজ রয়েছে। তাকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে প্রশাসন।
স্থানীয় গণমাধ্যম কর্মী সেলিম উদ্দিন জানান, মঙ্গলবার রাত ৯ টা পর্যন্ত সাকিবের খোঁজ মিলেনি। তার পরিবারে চলছে শোকের মাতম। সন্তান হারিয়ে এখন বাকরুদ্ধ পিতা-মাতা ও আত্বীয় স্বজনরা।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সোনাদিয়ায় নৌকা ভ্রমণ করতে গিয়ে ১৫ জন কিশোর ও যুবকসহ নৌকা ডুবির ঘটনা ঘটেছে। তার মধ্যে ১৪ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। একজন এখনো নিখোঁজ রয়েছে। উদ্ধারকৃতদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Discussion about this post