বাসস:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য মো. আখতারুজ্জামান বলেছেন, আরবি ভাষা চর্চাকে বেগবান করতে শিগগিরই সৌদি অর্থায়নে বাংলাদেশে একটি আরবি ইনস্টিটিউট স্থাপন করা হবে। ঢাবিতে সম্প্রতি বিশ্ব আরবি ভাষা দিবস উপলক্ষে ‘বিশ্ব ভাষা হিসেবে আরবির গুরুত্ব ও এর চর্চায় বাংলাদেশের অবদান’ শীর্ষক ভার্চ্যুয়ালি এক আন্তর্জাতিক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
উপাচার্য বলেন, বাংলাদেশে শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়াও সব জায়গায় ব্যাপক আরবি চর্চা হয়ে থাকে। এ দেশের মুসলিম জনসাধারণ আরবি ভাষাকে তাদের ধর্ম ও কর্মের ভাষা হিসেবে হৃদয়ে স্থান করে নিয়েছে।
ঢাবির আরবি বিভাগের আরবি ভাষা শিক্ষা কেন্দ্রের উদ্যোগে আরবি ভাষা শিক্ষা কেন্দ্রের পরিচালক মোহাম্মদ ইউছুফের সভাপতিত্বে অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে অংশগ্রহণ করেন সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা ইবন ইউসুফ আদ-দুহাইলান এবং বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন ঢাবির কলা অনুষদের ডিন আবু মো. দেলোয়ার হোসেন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাবির আরবি বিভাগের অধ্যাপক আবদুল্লাহ আল-মারূফ।
সেমিনারে অন্যদের মধ্যে আরও বক্তব্য দেন জর্ডানের অধ্যাপক বাস্মাহ তোলায়লান আস-সালাম, মরক্কোর অধ্যাপিকা হুদা আ ‘মারাহ, তিউনিসিয়ার অধ্যাপিকা ওয়াফা আজ-জুহাইলি, সুইডেনপ্রবাসী আফ্রিকান বংশোদ্ভূত জুদ্দা আবদুল্লাহ ও কিরগিজস্তানের সাইয়্যেদ ইজ্জত আবুল ওয়াফা।
Discussion about this post