কক্সবাজারের উখিয়ায় মাদক ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ ডিসেম্বর) দুপুরে বেসরকারি সংস্থা ‘সমাজ কল্যাণ ও উন্নয়ন সংস্থা (স্কাস)’ এর আয়োজনে উক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
মাদক ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মোহাম্মদ শামশুল হক টুকু এমপি।
উখিয়া হাসপাতাল গেইটে সমাজ কল্যাণ ও উন্নয়ন সংস্থার (স্কাস) নিজস্ব অফিস ভবনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসাইন সজীব। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন স্কাসের চেয়ারম্যান জেসমিন প্রেমা।
সভায় বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রসারণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি, পাবনার ভেড়া পৌর সভার মেয়র এডভোকেট এসএম আশিফ শামস, উখিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী কক্সবাজার জেলা পরিষদের সদস্য আশরাফ জাহান কাজল কক্সবাজার প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুল ইসলাম, উখিয়া প্রেসক্লাবের সভাপতি সাঈদ মোহাম্মদ আনোয়ার ও কোষ্ট ফাউন্ডেশনের সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম।
সভায় প্রধান অতিথি জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু বলেন, আগামীর প্রজম্ম ও যুবক সমাজকে দক্ষ মানব সম্পদে পরিণত করতে মাদকের কাছ থেকে দূরে রাখার হবে।
এ জন্য পরিবারের সমাজে ও সর্বক্ষেত্রে ডোপ টেষ্ট প্রচলন চালু করা উচিত। তিনি আরও বলেন মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণাসহ নারীর প্রতি সহিংসতা ও বৈষম্য দূরীকরণে সরকার কাজ করে যাচ্ছেন।
Discussion about this post