ডেস্ক রিপোর্ট :
আগামী ৩০ মার্চ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশসহ মার্চ মাস ব্যাপী ১৯ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে এ সমাবেশের ঘোষণা দেয় দলটি।
আজ বুধবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে এক সংবাদ সম্মেলনে দলের স্বাধীনতা সুবর্ণজয়ন্তী উদযাপন জাতীয় কমিটির আহ্বায়ক ও দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন এই কর্মসূচি ঘোষণা করেন।
তিনি বলেন, ‘বিএনপি ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী জাতীয় কমিটির পক্ষ থেকে আমরা এদেশের দলমত নির্বিশেষ সব পেশার জনগণকে আহ্বান জানাচ্ছি, তারা যেন উৎসাহ-উদ্দীপনার সঙ্গে এবং গুরুত্বের সঙ্গে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করেন। কারণ এই স্বাধীনতা এদেশের জনগণের প্রস্ফুটিত স্বাধীনতা, এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা, এদেশের জনগণের জন্য জনগণের স্বার্থে এই স্বাধীনতা। তাই আমরা স্বাধীনতার সুবর্ণজয়ন্তী সবাই উদযাপন করতে চাই।’
খন্দকার মোশাররফ বলেন, ‘আমরা আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে আমাদের এসব অনুষ্ঠানের নিরাপত্তা এবং সুষ্ঠুভাবে যাতে করতে পারি তার জন্য সহযোগিতা চাইব। তেমনিভাবে আমরা সরকারের কাছেও সহযোগিতা চাই, যাতে করে স্বাধীনতার এই ৫০ বছর পূর্তিতে আমাদের যে আবেগ, আমাদের যে উচ্ছ্বাস তা যেন নির্বিঘ্নে সুন্দরভাবে পালন করতে পারি।’
এসব কর্মসূচি পালনের বিষয়ে কথা বলতে বুধবার বিকেল সাড়ে ৪টায় পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদের সঙ্গে বিএনপির একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করবে বলেও জানান খন্দকার মোশাররফ।
তিনি আরও বলেন, সুবর্ণজয়ন্তী উদযাপনে বিএনপি সারাবছর কর্মসূচি হাতে নিয়েছে। বুধবার মার্চ মাসের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। প্রতি মাস শেষ হওয়ার আগে পরবর্তী মাসের কর্মসূচি ঘোষণা করা হবে।
Discussion about this post