নিজস্ব প্রতিনিধি:
উখিয়া হলদিয়া পালং ইউনিয়নের তরুন জননেতা ইমরুল কায়েস চৌধুরীর মতবিনিময় সভা যেন জনসমুদ্রে পরিনত হয়েছে। তরুন এ যুবনেতা পক্ষে মিছিলে মিছিলে হাজার হাজার কর্মী সমর্থক ও সাধারণ ভোটারগণ তার বাড়িতে আসতে থাকে। এই গনজোয়ার দেখে অনেকের আবার পিলে চমকে যাওয়ার মত।
শনিবার রাতে হলদিয়া পালং ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ইমরুল কায়েস চৌধুরীর সমর্থনে ঘরোয়াভাবে মতবিনিময় করার জন্য ওঠান বৈঠকের আয়োজন করা হয়। ওঠান বৈঠক মুহূর্তের মধ্যেই গনজোয়ারে পরিণত হয়।
এসময় হলদিয়া পালংয়ের সাধারণ মানুষ ও কর্মী সমর্থক এবং ভোটাদের ভালোবাসায় সিক্ত হন ইমরুল কায়েস চৌধুরী।
এসময় ইমরুল বলেন, আগামী ১১ নভেম্বর জনগণের ভোটে জয়ী হয়ে হলদিয়াপালংয়ের গণমানুষের অধিকার ফিরিয়ে দিবো। জনগণ পাশে থাকলে কোন অপশক্তি গণমানুষের রায় কেড়ে নিতে পারবে না।
উখিয়ার হলদিয়াপালংয়ের চৌধুরী বাড়িতে আয়োজিত মতবিনিময় সভায় ইউনিয়নের সর্বস্তরের হাজার হাজার মানুষ সমাবেত হয়। মতবিনিময় সভা থেকে জনসমুদ্রে পরিনত হয়।
হলদিয়া পালংয়ের সর্বজন শ্রদ্ধেয় মোরব্বী আলহাজ্ব জাফর উল্লাহ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, উখিয়া উপজেলা পরিষদের সাবেক সফল চেয়ারম্যান মাহামুদুল হক চৌধুরী।
তিনি বলেন, বৃহত্তর হলদিয়ার জনগণের অধিকার ফিরিয়ে দিতে আমার পুত্র ইমরুল কায়েস চৌধুরীকে এইবার হলদিয়া পালং ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যন পার্থী করা হচ্ছে। হলদিয়ার মানু্ষের জন্য তিনি তার পুত্র ইমরুল কায়েসকে উৎসর্গ করেছেন বলেও তার বক্তব্যে উল্লেখ করেন।
মতবিনিময় সভায় অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান কামাল উদ্দিন মিন্টু।
তিনি বলেন, গত ৫ বছর হলদিয়া পালংয়ের মানু্ষ যেই নির্যাতন ও অপমান সহ্য করে আসছে। আগামী ১১ নভেম্বর জনগণের ভোটে ইমরুল কায়েস চৌধুরীকে বিপুল ভোটে নির্বাচিত করে তার জবাব জনগণেই দিবে।
ইমরুল কায়েস চৌধুরীর বিজয় সুনিশ্চিত দেখে শাহ আলম এখন পাগলের মত প্রলাপ শুরু করেছে। কোথায় কি বলা শুরু করেছে তা হলদিয়ার ৩১ হাজার জনগণ জেনে গেছে। বিজয় আমাদেরই হবে ইনশাআল্লাহ! হলদিয়ার জনগণ আমাদের সাথে আছে। তাই কেউ জনগণের বিজয় ঠেকাতে পারবে না।
Discussion about this post