নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজার চকরিয়ার ডুলাহাজারা বঙ্গবন্ধু সাফারি পার্কে সুস্থ আছে টেকনাফ থেকে উদ্ধার হওয়া ৪ মাস বয়সি হাতির শাবকটি।
আজ দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ডুলাহাজারা বঙ্গবন্ধু সাফারি পার্কের তত্ত্বাবধায়ক মাজাহারুল ইসলাম চৌধুরী।
তিনি জানিয়েছে, ‘হাতির শাবকটি সবল ও সুস্থ আছে। শাবকটির বয়স আনুমানিক ৪ মাস। বর্তমানে এটিকে পার্কের কোয়ারেন্টাইন সেলের আইসোলেশনে রাখা হয়েছে। প্রতি ২ ঘন্টা পরপর শাবকটিকে দুই লিটার করে ল্যাকটোজেন-ওয়ান খাওয়ানো হচ্ছে। সে অন্য কোন খাবার খাচ্ছে না।’
এর আগে গত বুধবার বিকেল ৩টায় টেকনাফের শামলাপুর হোয়াইক্যং ঢালায় হাতি খোলার মাঠ নামক স্থানে বাগানে হাতির শাবকটিকে দেখতে পায় স্থানীয়রা।
আশপাশে কোথাও মা’কে দেখতে না পেয়ে তারা হাতির শাবকটি ধরে ফেলে। খবর পেয়ে শামলাপুর বিটের বন কর্মী গিয়ে হাতির শাবকটিকে উদ্ধার করে।
শামলাপুর বনবিট কর্মকর্তার কার্যালয় সূত্র জানা গেছে, হাতির পাল থেকে আলাদা হয়ে শাবকটি পথ ভুল করে লোকালয়ে চলে আসে। শাবকের মা হাতিটিকে বনের বিভিন্ন স্থানে খোঁজাখুজি করা হলেও কোথাও সন্ধান মিলেনি।
শাবকটির জীবন বাঁচাতে আমরা বনবিভাগের উর্ধতন কর্মকর্তাদের অবগত করে চকরিয়া ডুলাহাজারা বঙ্গবন্ধু সাফারী পার্কে পাঠানো ব্যবস্থা করা হয়।
Discussion about this post