মুহাম্মদ ফায়েজ:
কক্সবাজারসহ দেশের সকল হট স্পট গুলোতে নির্দিষ্ট একটি পিরিয়ড পর্যন্ত পর্যটক ভীড় বেড়ে যায়, এটা স্থান ভেদে হুড়োহুড়ি পর্যায়েও পৌছে যায়। সে সময়টাতে স্বাভাবিকভাবে সবকিছুর কাটতি বেড়ে যায়। এই ক্ষেত্রে সাপ্লাই কোয়ান্টিটি এবং ম্যানেজমেন্ট রিসোর্সের ম্যানেজিং ক্ষমতার উপর নির্ভর করে অবস্থা কতটা সহনীয় কিংবা সহনশীল পর্যায়ে থাকে। সহনীয় বলার কারন হচ্ছে, আনন্দ নিতে আসা কিংবা নিজেদের ফুরফুরে করতে আসা পর্যটকগণ নিজেদের কি দূর্বিষহ পরিস্থিতির সামনে দাড় করায় সেটা বহুবছর ধরে দেখে আসতেছি।
বিশেষত ডিসেম্বর মাসটায় এই পরিস্থিতি বেশি হয়। সেক্ষেত্রে আপনি যেখানে ভ্রমণ করতে ইচ্ছুক এবং আপনার বেসিক নীড আগে থেকেই কনফার্ম করুন। এবং আপনি ঘর থেকে বের হওয়ার পূর্বে আরেকবার নিশ্চিত হোন। একজন পর্যটকের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রয়োজন আবাসান। আপনি একজন পর্যটক হয়ে আপনি নিশ্চয়ই রাত্রি যাপন রাস্তায় করতে চায়বেন না কিংবা অতিরিক্ত পে করতেও চায়বেন না। সেক্ষত্রে আপনি অবশ্যই আবাসন (হোটেল রুম বুকিং) সম্পন্ন করুন।
ইদানীং কক্সবাজার সিলেট অথবা রাঙামাটিতে হোটেল বুকিং সম্পন্ন করা খুবই সহজ, প্রায় প্রত্যেক হোটেলেই রিজার্ভেশন প্লাগিনসহ ওয়েব সাইট আছে। চায়লেই অফিসিয়াল সাইট থেকে বুকিং করে নিতে পারেন। হোটেল রুম বুকিং করার আরো কিছু মাধ্যম নীচে উল্লেখ করা হলো।
হোটেল (অফিসিয়াল ওয়েবসাইট) বুকিং সাইট, লোকাল ট্যুরিজম অফিস, সিজনাল রুম বেপারি ও আস্থাভাজন লোকজন।
উপরে উল্লেখিত মাধ্যমগুলো এবং তাদের ধরনভেদে রুম ভাড়ায় ভিন্নতা আসতে পারে। একই হোটেলের একই রুম এবং একই তারিখের বুকিং এর জন্য দামে ভিন্নতা দেখা যায়। তাই আপনার পছন্দ করা উচিৎ কোথায় থেকে আপনার রুমটি বুকিং করবেন।
অফিসিয়াল ওয়েবসাইট থেকে বুকিং করলে অফিসিয়াল প্রাইজে বুকিং পাবেন এবং আপনি রিল্যাক্স। যদি আপনি কিছুটা ছাড় আশা করেন তবে বুকিং সাইট এবং তাদের এজেন্টের মাধ্যমে বুকিং করতে পারেন, সেক্ষেত্রেও আপনি রিল্যাক্স।
আপনার বাজেট এবং পর্যটক সংখ্যায় যদি কাঙ্খিত তারিখে রুম পেতে ঝামেলা এড়াতে চান সেক্ষেত্রে লোকাল ট্যুরিজম অফিস এবং বুকিং এজেন্টগণ আপনার জন্য বেস্ট চয়েস, কারন সব হোটেল এবং এপার্টমেন্টের ওয়েবসাইট নেই।
নির্দিষ্ট কিছু তারিখের জন্য সিজনাল রুম বেপারিরা আগে ভাগেই ডিসকাউন্ট প্রাইসে রুম কিনে অফিসিয়াল দামে রুম বিক্রি করে, এমন বেপারিদের আপনি বিভিন্ন গ্রুপে পেয়ে যাবেন। ভালো মতো যোগাযোগ করে, নিশ্চিত হয়ে পেমেন্ট করবেন।
আবার অনেকেই, পরিচিত লোকজনের মাধ্যমে রুম বুকিং করতে পছন্দ করেন, সেক্ষেত্রে পরামর্শ থাকবে আস্থাভাজনদের সহযোগিতা নেওয়া। অল্প পরিচিতদের সাথে লেনদেন করে অনেকেই ঠকেছেন এমন অভিযোগ শুনতে পাওয়া যায়।
ধন্যবাদ, আপনার ভ্রমণ হোক নিরাপদ ও আনন্দময়।
লেখক: মুহাম্মদ ফায়েজ
ট্যুর এডভাইজার ও প্রোপাইটার
এফএনএফ ট্যুর এন্ড ট্রাভেলস।
Discussion about this post