কক্সবাজার প্রতিনিধি:
২৩ কেজি গাঁজা শরীরে বেঁধে চট্টগ্রাম থেকে বাসযোগে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা। প্রায় দেড় শ’ কিলোমিটার পাড়ি দেবার পর সদর উপজেলার লিংরোড এলাকায় পৌছার পর র্যাবেরর তল্লাশী চৌকিতে থামলো বাস। এসময় বাস থেকে নেমে পালিয়ে যাওয়ার চেষ্টা, কিন্তু র্যাব সদস্যদের জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে শরীরে বাঁধা ২৩ কেজি গাঁজা।
মঙ্গলবার (২ ফেব্রুয়ারী) বিকেলে কক্সবাজার সদরের লিরোড এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, কক্সবাজারের কলাতলীর ঝিরঝিরি পাড়ার মৃত মনির আহমদের ছেলে আবুল কাশেম (৩৫) ও তার স্ত্রী মৃত সৈয়দ হোসেনের মেয়ে রহিমা খাতুন।
র্যাব কর্মকর্তারা বলছেন, দীর্ঘদিন ধরে কক্সবাজার শহরে গাঁজা সরবারহ করে আসছিল তারা। চট্টগ্রাম থেকে এক ব্যবসায়ী থেকে গাঁজা আনার পর শহরের বিভিন্ন এলাকায় ছড়িয়ে দিতো তাদের চক্রটি।
বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার র্যাব-১৫ সহকারী পরিচালক (মিডিয়া) আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী বলেন, কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের লিংরোড অংশে তল্লাশীকালে মারসা নামে একটি বাসে করে আসার সময় তাদের এসব গাঁজাসহ আটক করা হয়। পরবর্তী আইনি ব্যবস্থা শেষে তাদের কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হবে বলেও জানান র্যাবের এ কর্মকর্তা।
Discussion about this post