নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের শেডের (রোহিঙ্গাদের বসতঘর) মাটির খুঁড়ে ২ লাখ ৬৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে র্যাব-১৫। এ সময় ইয়াবা চোরাকারবারে জড়িত থাকার দায়ে বাবা-ছেলেকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টায় উপজেলার পালংখালি ইউনিয়নের বালুখালীর ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ব্লক ডি/৩ থেকে এসব উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন, মৃত জাহিদ হোসাইনের ছেলে কলিম উল্লাহ (৪৩) ও তার ছেলে কেফায়েত উল্লাহ (১৯)।
র্যাব সূত্র জানায়, ইয়াবার একটি বিশাল চালান রোহিঙ্গা ক্যাম্পে রয়েছে এমন তথ্যের ভিত্তিতে ই ব্লকের দুটি শেডে অভিযান চালানো হয়। এরমধ্যে একটি শেড থেকে কিছুই মিলেনি। তবে অপর শেডের মাঝখানের বাশের বেড়া মাটির নিচ থেকে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
এ বিষয়ে র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ঠ আইনে মামলা দায়ের করে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
Discussion about this post