নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি:
বান্দরবান নাইক্ষ্যংছড়ি উপজেলার দক্ষিন বাইশারীতে অভিযান চালিয়ে চারটি আগ্নেয়াস্ত্রসহ নাইক্ষ্যংছড়ি দুর্নীতিদমন কটির সভাপতি কে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
আটক দুর্নীতিদমন কমটির সভাপতি দক্ষিন বাইশারীর মো: সিরাজুল ইসলাম (৫০) নাইক্ষ্যংছড়ি উপজেলার দক্ষিন বাইশারী এলাকার বাসিন্দা মৃত মোস্তাফিজুর রহমানের ছেলে।
রবিবার (২৭ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টায় নাইক্ষ্যংছড়ি উপজেলার দক্ষিন বাইশারী এলাকার তার নিজ বাড়ি থেকে অন্ত্রসহ তাকে আটক করা হয়।
বিজিবি সূত্র জানিয়েছেন, নাশকতা সৃষ্টি ও মানূষ কে ভয়ভীতি প্রদর্শনের উদেশ্যে সিরাজুল ইসলাম নিজ বাড়িতে এই অস্ত্র সংরক্ষনে রাখা হয়েছে।
নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহ আবদুল আজিজ আহাম্মদ এই প্রতিবেদকে জানিয়েছেন, দক্ষিন বাইশারী ইউনিয়নে অভিযান চালিয়ে একজনকে আটক করা হয়েছে।
এ সময় তার আস্তানা থেকে ৩টি দেশীয় তৈরি এবং ১টি এলজি রাইফেল উদ্ধার করা হয়েছে।’’ সীমান্ত এলাকা দিয়ে অস্ত্র, মাদক ও কাঠপাচারসহ সব ধরনের সন্ত্রাসী ও অবৈধ কর্মকাণ্ড রোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
নাইক্ষ্যংছড়ি থানা’র অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন জানান, বান্দরবান নাইক্ষ্যংছড়ি বাইশারী এলাকায় অভিযান চালিয়ে ৪টি আগ্নেয়াস্ত্রসহ মো: সিরাজুল ইসলাম নামে এক সন্ত্রাসীকে আটক করেছে ১১বিজিবি সদস্যরা। আটক ব্যক্তিকে উদ্ধারকৃত অস্ত্রসহ থানয় সোর্পাদ করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
Discussion about this post