বিশেষ প্রতিবেদক:
কক্সবাজারের উখিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
তিনি আজ বুধবার (২৪ মার্চ) সকাল সাড়ে নয়টায় কক্সবাজার হয়ে উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আসবেন।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৫ ‘র সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।
তিনি জানান, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল সকাল সাড়ে ৯ টার দিকে কক্সবাজার পৌছবেন। সেখান থেকে তিনি আগুনে পুড়ে ক্ষতিগ্রস্থ উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আসবেন। পরে তিনি ক্ষতিগ্রস্থ রোহিঙ্গা এবং বাংলাদেশিদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করার কথা রয়েছে।
Discussion about this post