ডেস্ক রিপোর্ট :
ভারতের কোস্ট গার্ড আন্দামান সাগরে রোহিঙ্গা শরণার্থী বোঝাই একটি নৌকা থেকে ৮ জনকে মৃত এবং ৮১ জনকে জীবিত উদ্ধার করেছে।
বার্তা সংস্থা রয়টার্সের এক খবরে বলা হয়, দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা শুক্রবার জানিয়েছেন, বেঁচে থাকা রোহিঙ্গাদের ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করতে দেওয়া হবে না।
রোহিঙ্গাদের একটি নৌকা বাংলাদেশের উপকূল ছেড়ে সাগরে রওনা হয়েছে, চলতি সপ্তাহের গোড়ার দিকে এমনই আশঙ্কা করছিল জাতিসংঘের শরণার্থী সংস্থা বিষয়ক সংস্থা।
এর আগে বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব রোহিঙ্গাদের উদ্ধারের খবরটি নিশ্চিত করেছিলেন।
অনুরাগ শ্রীবাস্তব বলেন, যাত্রা শুরুর চার দিন পর নৌকাটির ইঞ্জিন বিকল হয়ে যায়। তাদের খাবার ও পানিও শেষ হয়ে গিয়েছিল। উদ্ধারকালে অনেকেই চরম ডিহাইড্রেশনে আক্রান্ত হয়েছিলেন।
তিনি বলেন, শরণার্থীদের সহায়তার জন্য ভারতীয় উপকূল রক্ষীদের দুটি জাহাজ পাঠানো হয়েছিল। উদ্ধারকৃতদের মধ্যে ২৩ জনই শিশু। রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে ভারত সরকার বাংলাদেশের সাথে আলোচনা করছে।
তবে গত সোমবার বাংলাদেশের শরনার্থী বিষয়ক কর্তৃপক্ষ জানায়, শিবির ছেড়ে যাওয়া কোনও নৌকা সম্পর্কে তারা কিছু জানে না।
Discussion about this post