অনলাইন ডেস্ক •
ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় ঢাকা মহানগর হাকিম আতিকুল ইসলাম এ আদেশ দেন।
আসামিপক্ষের শুনানি করেন আইনজীবী অ্যাডভোকেট এম. মনিরুজ্জামান আসাদ ও আইনজীবী জে আর খান রবিন। রাষ্ট্রপক্ষের শুনানি করেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. আবদুল্লাহ আবু।
শুনানির সময় কাঠগড়ায় রাসেলের সাথে অন্য মামলার পুরুষ আসামি থাকার কারণে তার স্ত্রীকে সেখান থেকে নামিয়ে বেঞ্চে বসানো হয়।
উল্লেখ্য, আরিফ বাকের নামে ইভ্যালির এক গ্রাহকের দায়ের করা মামলায় বৃহস্পতিবার বিকেলে রাসেল ও শামীমা নাসরিনকে আটক করে র্যাব।
Discussion about this post