নিজস্ব প্রতিবেদক :
নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে পুলিশের বিশেষ অভিযানে ১৯ শত পিস ইয়াবাসহ নুরুল আমিন প্রকাশ আলো (১৬) নামের এক স্কুলছাত্র আটক হয়েছে।
বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারী) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে ঘুমধুমের টিভি রিলে উপকেন্দ্রের পূর্ব পাশের এলাকায় ঘুমধুম তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ দেলোয়ার হোসেন এর নেতৃত্বে এসআই রবিউলসহ সঙ্গীয় পুলিশ দল এ বিশেষ অভিযান চালায়।
জানা যায়, আটক নুরুল আমিন প্রকাশ আলো উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালীর নাজির হোসেন খলিফার ছেলে। সে বালুখালী কাসেমিয়া উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্র।
নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন জানিয়েছেন, আটক আসামির নামে মাদক আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। মামলায় পলাতক আরও ৩ আসামি রয়েছে।
Discussion about this post