নিজস্ব প্রতিবেদক •
কক্সবাজারের উখিয়ায় এক লাখ পিস ইয়াবাসহ আবদুর রহিম প্রকাশ কালা মনিয়া নামের এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১৫। তিনি উপজেলার থাইংখালী উত্তর রহমতের বিল এলাকার মৃত কালু মিয়ার ছেলে।
শুক্রবার (১লা অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলার বালুখালী ময়নারঘোনা এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় একই এলাকার মৃত সুলতান আহমদের ছেলে বকতার মিয়া নামের আরেকজন পালিয়ে যায়।
কক্সবাজার র্যাব-১৫ সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, টেকনাফ থেকে গাড়িযোগে ইয়াবার একটি বিশাল চালান আসার গােপন সংবাদ পায় র্যাব। ওই সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল উপজেলার ময়নারঘােনা ১১নং রােহিঙ্গা ক্যাম্পের সিআইসি অফিস সংলগ্ন এলাকায় চেকপােস্ট স্থাপন করে তল্লাশি অভিযান চালায়। এ সময় একটি অটোরিক্সা থেকে একজনকে ইয়াবাসহ আটক করা হয়। তাৎক্ষণিক তার এক সহযোগী পালিয়ে যায়।
তিনি আরো জানান, পরে আটক আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
Discussion about this post