উখিয়া প্রতিনিধি:
কক্সবাজারের উখিয়ায় কঠোর লকডাউন বাস্তবায়নে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার বিভিন্ন শ্রেনী ও পেশাজীবীদের প্রতিনিধিগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ এপ্রিল) সকাল ১১ টার দিকে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার নিজাম উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়।
জরুরি সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিমুম এহসান খান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার ডা. রঞ্জন বড়ুয়া রাজন, উখিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আহমদ সনজুর মোরশেদ, রাজাপালং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী, পালংখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম. গফুর উদ্দিন চৌধুরী প্রমূখ।
এসময় নিজাম উদ্দিন আহমেদ বলেন, সরকারের ঘোষিত কঠোর লকডাউন চলাকালীন সময়ে নীতিমালা বাস্তবায়নের সকলকে বাধ্য হয়ে ঘরে থাকতে হবে, কোথাও বের হওয়া যাবেনা। জরুরি প্রয়োজনে বের হলেও সময় ক্ষেপণ করা যাবেনা।
যদি কেউ সরকারি নির্দেশনা অমান্য করে তার বিরুদ্ধে সাথে সাথে জরিমানা ও শাস্তির আওতায় আনা হবে। উপজেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী সদস্যরা সার্বক্ষণিক মাঠে থাকবে।
লকডাউন কার্যকর করার জন্য জনপ্রতিনিধি, ব্যবসায়ী এবং সকল পেশাজীবীদের গুরুত্বপূর্ণ ভুমিকা রাখার জন্য আহবান জানান তিনি।
তিনি আরো বলেন নিজের স্বার্থে ও পরিবারের স্বার্থে সকলকে মাস্ক ব্যবহার ১০০% নিশ্চিত করতে হবে। যে যেখানে থাকবেন সেখানেও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
কোভিড-১৯ সংক্রমণরোধে আগামিকাল ১৪ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত এক সপ্তাহের কঠোর লকডাউন বাস্তবায়ন করতে সারাদেশের মত উখিয়ার সর্বস্থরে করোনা সংক্রমণরোধ করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উক্ত জরুরী সভা আহব্বান করা হয়।
Discussion about this post