বাংলাদেশ ছাত্রলীগ উখিয়া উপজেলার শাখার উদ্যোগে সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি মকবুল হোসাইন মিথুনের নেতৃত্বে কেন্দ্রিয় ছাত্রলীগের কর্মসূচির অংশ হিসেবে এক বিশাল বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মে) বিকাল ৫টায় উখিয়া স্টেশনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনাকে নিয়ে কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল সাম্প্রতিক কটাক্ষ করে কুরুচিপূর্ণ ও শিষ্টাচার বর্হিভূত বক্তব্যের প্রতিবাদে উক্ত বিক্ষোভ মিছিল ও পথ সভা অনুষ্ঠিত হয়।
উখিয়া উপজেলা ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত মিছিলটি উখিয়া কেন্দ্রীয় শহিদ মিনার থেকে শুরু করে বাজারের বিভিন্ন সড়ক ও কক্সবাজার টেকনাফ প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। মিছিল শেষে উখিয়া থানার সামনে এক পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ ছাত্রলীগ উখিয়া উপজেলা শাখা সাবেক সভাপতি মকবুল হোসাইন মিথুন। তিনি বলেন, প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনাকে নিয়ে কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল সাম্প্রতিক কটাক্ষ করে কুরুচিপূর্ণ ও শিষ্টাচার বর্হিভূত যে বক্তব্য দিয়েছেন তা রাষ্ট্রদ্রোহীতার সমান। তাই জুয়েলকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। না হলে ছাত্রলীগ মাঠে থেকে ছাত্রদলকে পতিহত করবে।
তিনি বলেন, কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নিদের্শনা মেনে কেন্দ্রীয় ছাত্রলীগ যে কর্মসূচি ঘোষণা করবে তা উখিয়া উপজেলা ছাত্রলীগ ঐক্যবদ্ধভাবে পালন করার আহ্বান জানান।
উক্ত বিক্ষোভ মিছিল ও পথসভায় উপজেলার ৫ ইউনিয়ন, কলেজ ও বিভিন্ন স্কুল ছাত্রলীগের নেতা কর্মীরা অংশগ্রহণ করেন।
Discussion about this post