শফিক আজাদ:
সরকারের ঘোষিত কঠোর লকডাউন বাস্তবায়নে কক্সবাজারের উখিয়ার বিভিন্ন সড়ক ও বাজারে অভিযান পরিচালনা করেছেন উপজেলা প্রশাসন।
কোভিড-১৯ করোনাভাইরাস সংক্রমণ রোধে দেশব্যাপী দ্বিতীয় ধাপের লকডাউনের প্রথমদিনে কঠোর অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন।
সকাল থেকে উখিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্টেশনে বসানো হয় তল্লাশী। এসময় স্বাস্থ্যবিধি অমান্য এবং বিনা প্রয়োজনে ঘুরাঘুরি করায় অনেককে তাৎক্ষণিক গুণতে হয়েছে জরিমানা৷
বুধবার (১৪ এপ্রিল) সকালে উখিয়া উপজেলার সদর ও কোটবাজারসহ বিভিন্ন স্থানে লকডাউন বাস্তবায়নে উপজেলা নির্বাহী অফিসার নিজাম উদ্দিন আহমদ এবং সহকারি কমিশনার (ভূমি) আমিমুল এহসান খান এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেটদ্বয় জারিকৃত প্রজ্ঞাপন বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উপজেলার গুরুত্বপূর্ণ এলাকা ঘুরে জরুরী প্রয়োজন ব্যতীত ঘর থেকে বাহির না হওয়াসহ যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা প্রদান করেন।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিজাম উদ্দিন আহমেদ জানান, লকডাউন বাস্তবায়নে উপজেলা প্রশাসন, পুলিশসহ সকল আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে।
Discussion about this post